গোটা টুর্নামেন্টে দুর্ধর্ষ পারফরম্যান্স। ফাইনালে ধোনি-জাদেজা জুটির সামনে ফিরতে হল শুভমান গিলকে। ২০ বলে ৩৯ রান করলেন তিনি। ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি। জাদেজার বলে স্টাম্প হয়ে ফিরলেন শুভমান। জাদেজার উইকেটের বাইরে যাওয়া স্পিন সামলাতে পারেননি। বিদ্যুতের গতিতে স্টাম্প করে গিলকে ফেরান মাহি।
ফাইনালের আগে পর্যন্ত গিলের রান ছিল ৮৫১। ফাইনালের রান যোগ করলে,তাঁর রান সংখ্যা ৮৯০। মাত্র ১০ রানের জন্য ৯০০ ছোঁয়া হল না শুভমানের। ফিরলেন ৩৯ রান করে।
এদিন শুরু থেকেই দারুণ পারফরম্যান্স করেন ঋদ্ধি ও শুভমান। শুভমান ফিরলেও হাফসেঞ্চুরি পান ঋদ্ধিমান সাহা।