ওপেনিং জুটিতে বড় রান তোলা হল না ভারতের (India vs Australia)। তৃতীয় দিনের শুরুতে ব্যাট করতে নেমে ৩৫ রানে ফিরলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তবে হাফসেঞ্চুরি করলেন শুভমান গিল। শুভমানের সঙ্গে ক্রিজে আছেন চেতেশ্বর পূজারা। মধ্যাহ্নভোজের বিরতিতে এক উইকেট হারিয়ে ভারতের রান ৩৭ ওভারে ১২৯।
এদিন শুরু থেকেই ব্যাট চালিয়ে খেলতে দেখা যায় রোহিত শর্মাকে। কুনেম্যানের ডেলিভারিতে শট এক্সট্রা কভারে হালকা শট খেলে ফেলেন ভারত অধিনায়ক। সেখানেই প্রথম উইকেট হারায় ভারত।
আরও পড়ুন: ৫ উইকেট রবিচন্দ্রন অশ্বিনের, ডাবল সেঞ্চুরি অধরা খোয়াজার, ৪৮০ রানে অলআউট অস্ট্রেলিয়া
মধ্যাহ্নভোজের বিরতিতে ৬৫ রান করে অপরাজিত শুভমান গিল। ২২ রান করে ক্রিজে আছেন পূজারা।