এবার আইপিএল শুভমান গিলের। প্রতি ম্যাচেই গুজরাত টাইটান্সকে ব্যাট হাতে ভরসা দিচ্ছেন। ১৬ ম্যাচে ৮৫১ রান করে ফেলেছেন। বিরাট কোহলি ও জস বাটলারের পর প্রথম কোনও ব্যাটার হিসেবে এক মরশুমে ৮০০-এর বেশি রান করেছেন। শুক্রবার সেঞ্চুরি করে আরও কয়েকটি রেকর্ড গড়লেন তিনি।
শুক্রবার প্লে-অফে ৬০ বলে ১২৯ রান করেছেন শুভমান গিল। আইপিএলের প্লে-অফ পর্বে এক ইনিংসে এত বড় ইনিংস খেলতে পারেননি কেউ। এতদিন এই রেকর্ড ছিল বীরেন্দ্র সেহওয়াগের দখলে। আইপিএল প্লে-অফে সপ্তম ব্যাটার হিসেবে শতরান পূরণ করেন তিনি। ভারতীয়দের মধ্যে ঋদ্ধিমান, মুরলি বিজয়, রজত পাতিদার ও বীরেন্দ্র সেহওয়াগের এই রেকর্ড আছে। আইপিএলের এক মরশুমে তিনটি সেঞ্চুরির রেকর্ড গড়লেন শুভমান।
আরও কিছু রেকর্ড গড়তে পারেন শুভমান গিল। এক মরশুমে ৯০০ রানের রেকর্ড একমাত্র বিরাট কোহলির নামে আছে। ফাইনালে বড় ইনিংস এলে বিরাটকেও ছুঁয়ে ফেলবেন তিনি। আইপিএলে এক মরশুমে সর্বাধিক রান সংগ্রাহক বিরাট কোহলি। ৯৭৩ রান করেছেন বিরাট। দ্বিতীয় স্থানে বাটলার। তাঁর রান ৮৬৩। বাটলারকে টপকে দ্বিতীয় স্থানে আসতে পারেন শুভমান গিল।