সুপার ফোরে কলোম্বোতে রবিবার মহারণ। পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত। গত ম্যাচে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল ঘোষণা হয়েছে। এই রবিবার সুপার ফোরের লড়াইয়ে মানসিকভাবে কতটা প্রস্তুত টিম ইন্ডিয়া। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠক শুভমান গিল জানিয়ে দিলেন, পাকিস্তান সব সময়ই কঠিন প্রতিপক্ষ। কিন্তু বিশ্বকাপে সব ম্যাচই কঠিন। তাই অভ্যস্ত হতে হবে।
পাকিস্তান ম্যাচে বাঁ-হাতি পেসারদের সামলানোই বড় চ্যালেঞ্জ ভারতের ব্যাটসম্যানদের কাছে। শুভমান গিল বলছেন, "অ্যাঙ্গেলটাই আসল। পাকিস্তানের সঙ্গে খুব বেশি খেলা হয় না। শাহিন আফ্রিদির সুইং অনেকটা হয়। নাসিম শাহের পেস ও ভ্যারিয়েশন ভাল থাকে। বিভিন্ন পরিস্থিতিতে খেলা কঠিন ওদের।"
অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করছেন শুভমান। রবিবার ম্যাচেও পাকিস্তানের বিরুদ্ধে নামবে এই ওপেনিং জুটি। গিল মনে করছেন, দুজনের ব্যাটিং স্টাইল দুই রকম। তাই যে কোনও বিপক্ষের বিরুদ্ধে এই ওপেনিং জুটি বিপদ বাড়াতে পারে।