তিনি যেমন অধিনায়ক। আবার ভবিষ্যতের অধিনায়ক তৈরির কারিগরও। বৃহস্পতিবার কলকাতায় এক অনুষ্ঠানে একথাই জানালেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। ভারতীয় ক্রিকেটের অন্দরে তাঁকে সরানো নিয়ে এখন ঝড় বয়ে যাচ্ছে। তার মধ্যেই সৌরভ জানালেন, তাঁর টার্গেট আরও বড় কিছু করার। একইসঙ্গে তাঁর দাবি, তিনি ক্রিকেটারদের অধিনায়ক।
প্রশাসক সৌরভ নাকী, ক্রিকেটার সৌরভ ? জীবনের কোন সময়টা তাঁর কাছে অন্যরকমের। কারণ ১৫ বছরের ক্রিকেটার জীবনে অনেক কিছুকে জয় করেছেন তিনি। আবার পাননি অনেক কিছুই। কিন্তু সৌরভ মনে করেন, দেশের হয়ে খেলার পর তিনি বাংলার ক্রিকেট সংস্থার সর্বোচ্চ পদে ছিলেন। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতিও হয়েছে। তাই প্রশাসক সৌরভকে অনেকটা ভাল সময় কাটিয়েছেন বলেই এদিন তাঁর দাবি।
আবার শূন্য় থেকেই শুরু করবেন। ঠিক যেমনটা করেছিলেন নাগপুর পরবর্তী সময় থেকে। তাই সৌরভ জানিয়েছেন, বাকি সবার মতো এবারও তিনি শূন্য থেকেই শুরু করবেন। একইসঙ্গে তাঁর ইঙ্গিত প্রশাসক হিসাবে সম্ভবত তাঁর জার্নি এখানেই শেষ। কারণ, চিরকাল কেউ প্রশাসক হিসাবে থাকতে পারেন না।