আইপিএলের ফাইনালের টিকিট নিয়ে বিশৃঙ্খলা। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টিকিট কিনতে গিয়ে সমস্যার সম্মুখীন সমর্থকরা। রবিবার এই স্টেডিয়ামেই আইপিএল ফাইনাল। ইতিমধ্যেই ফাইনালে উঠে গিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। অন্যদিকে মুম্বইকে হারালেই ফাইনালে উঠে যাবে গুজরাট টাইটান্স । এই ম্যাচ দেখার সুযোগ ছাড়াতে চাইছেন না সমর্থকরা।
প্লে-অফ ও ফাইনালের অনলাইনে টিকিট দিচ্ছে আইপিএল। অনলাইনে কাটার পর সেই টিকিট স্টেডিয়ামে গিয়ে টিকিট কাউন্টারে অফলাইনে সংগ্রহ করতে হচ্ছে। সেই টিকিট কাউন্টারেই অনিয়ম দেখা গিয়েছে। বেশ কিছু ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত কোনও গুরুতর আহত হওয়ার খবর নেই। তবে ফাইনালের টিকিট নিয়ে মোতেরায় চাঞ্চল্য ছড়িয়েছে।