অর্থনৈতিক সংকটে বিধ্বস্ত শ্রীলঙ্কা (Sri Lanka)। গত কয়েকমাস ধরেই দেশজুড়ে জ্বালানির অভাব। সঙ্গে বৈদেশিক মুদ্রা সংকটও বাড়ছে। তাই পেট্রল, রান্নার গ্যাসের মতো জ্বালানির প্রতীক্ষায় লম্বা লাইন লাগছে। আর সেই লাইনেই সাধারণ মানুষের মধ্যে চা ও পাউরুটি বিক্রি করছেন প্রাক্তন ক্রিকেটার রোশন মহানামা (Roshan Mahanama)। শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জিতিয়েছেন। দেশের হয়ে খেলেছেন ৫৩টি টেস্ট ও ২১৩টি ওয়ানডে।
রবিবার টুইটারে নিজেই ওই ছবি শেয়ার করেন রোশন মহানামা। সেখানে তিনি লেখেন, "কমিউনিটি মিল শেয়ারের পক্ষ থেকে আজ সন্ধেয় ওয়ার্ড প্লেস ও বিজেরামা মাওয়াথায় জ্বালানির লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে চা-পাউরুটি বিতরণ করলাম। দিন দিন এই লাইন দীর্ঘ হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হচ্ছে মানুষের।" তাঁর এই ছবি সোশ্যাল মিডিয়ায় নিমেষে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: বৃষ্টিতে ধুয়ে গেল ‘ফাইনাল’, ভারত-দক্ষিণ আফ্রিকা T-20 সিরিজ অমীমাংসিত শেষ
শুক্রবারই টুইট করে জ্বালানির লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের পাশে দাঁড়ানোর বার্তা দেন রোশন মহানামা। এদিন তাঁর উদ্যোগের প্রশংসা করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেটপ্রেমীরা।