চামিরা আতাপাত্তু নন, হরমনপ্রীতদের এশিয়া কাপ জয়ের কাঁটা হয়ে রইলেন হরষিতা সামারাবিক্রামা। তাঁর ৫১ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংসেই ঘরের মাঠে প্রথমবার মহিলাদের এশিয়া কাপ জিতল শ্রীলঙ্কা। ফাইনালে তারা ভারতকে হারাল আট উইকেটে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ছয় উইকেট ১৬৫ রান করেছিল ভারত। জলে গেল স্মৃতি মান্ধানার ৬০ রান আর রিচা ঘোষের ১৪ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস।
ডাম্বুলায় অষ্টম ট্রফির লক্ষ্যে এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত। ৫০ রানের মধ্যে শেফালি ভার্মার উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে ভারত। খুব দ্রুত প্যাভিলিয়নে ফেরেন উমা ছেত্রী। এরপর জেমাইমাকে নিয়ে ইনিংস টানেন স্মৃতি। ৪৭ বলে ৬০ রান করে আউট হন তিনি। শেষ বেলায় রিচার ১৪ বলে ৩০ রানের ঝড় ভারতকে ১৬৫ রানে দাঁড় করায়।
এশিয়া কাপের ফাইনালে রেকর্ড রান তাড়া করতে নেমে সাত রানের মধ্যে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর অধিনায়ক আতাপাত্তু এবং সমরবিক্রমা মিলে ভারতীয় বোলারদের কার্যত ক্লাব স্তরে নামিয়ে আনেন। দোসর হয় খারাপ ফিল্ডিং। আট বল আগেই ফাইনাল শেষ করে দেয় শ্রীলঙ্কা। ১৬ বলে ৩০ রানে অপরাজিত থাকেন দিলহারি।