T20 বিশ্বকাপে শ্রীলঙ্কার ক্রিকেটারদের আচরণ নিয়ে ফের প্রশ্ন। ধর্ষণে অভিযুক্ত হন শ্রীলঙ্কার ক্রিকেটার দানুষ্কা গুণতিলাকা । এবার এক ক্রিকেটারের বিরুদ্ধে ক্যাসিনোয় গিয়ে মারামারি করার অভিযোগ প্রকাশ্যে। যদিও ক্রিকেটারের নাম প্রকাশ করেনি শ্রীলঙ্কার বোর্ড।
এবার T20 বিশ্বকাপে শ্রীলঙ্কার ক্রিকেটারদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। দেশে ফেরার পর সেই অভিযোগের তদন্ত শুরু করেছেন শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা। সেই তদন্তেই এই তথ্য সামনে এসেছে। এই অভিযোগের তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ১ নভেম্বর, আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ ছিল শ্রীলঙ্কার। ম্যাচের পর ব্রিসবেনের একটি ক্যাসিনোয় যান তিনি। সেখানে কয়েকদন যুবকের সঙ্গে বচসা হয়। পরে মারামারিতে জড়িয়ে পড়েন ওই ক্রিকেটার। দলের একাধিক ক্রিকেটারের সঙ্গেই শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আছে।
আরও পড়ুন: বিবাহবিচ্ছেদ কি হয়েই গিয়েছে সানিয়া ও শোয়েবের! দাবি একাধিক সংবাদমাধ্যমে
দ্বিতীয় ঘটনা জানাজানি হওয়ার পর ক্রিকেটারদের মনোভাব নিয়ে প্রশ্ন উঠছে।ক্রিকেটারদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ম্যানেজারের কাছে রিপোর্ট তলব করেছে তিন সদস্যের কমিটি। কমিটির সদস্যরা জানিয়েছে, ক্রিকেটার বা কর্তা, এই ঘটনায় জড়িত থাকলে কেউ রেহাই পাবে না।