IPL 2024 DC vs SRH: হেডের দাপুটে ইনিংস, ৪ উইকেট নটরাজনের, ৬৭ রানে জয়ী সানরাইজার্স হায়দরাবাদ

Updated : Apr 20, 2024 23:53
|
Editorji News Desk

ঘরের মাঠে জয়ের হ্যাটট্রিক হল না দিল্লি ক্যাপিটালসের। ৬৭ রানে জয়ী সানরাইজার্স হায়দরাবাদ। লক্ষ্য ছিল ২৬৭।  ১৯.১ ওভারে ১৯৯ রানে অলআউট পন্থ ব্রিগেড। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এলেন প্যাট কামিন্সরা। ট্রেভিস হেড, অভিষেক শর্মা, শাহবাজ আহমেদরা বড় ইনিংস খেললেন। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নিলেন হায়দরাবাদের পেসার নটরাজন। 

এদিন প্রথমে ব্যাট করতে নেমে বিধ্বংসী ইনিংস আসে ট্রেভিস হেড ও অভিষেক শর্মার ব্যাটে। শেষ দিকে ঝোড়ো ইনিংস খেলে দেন শাহবাজ আহমেদ। এই মরশুমে এই নিয়ে তিনবার ২৫০-এর বেশি রান তুলল সানরাইজার্স। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে এদিন ২৬৬ রান তোলেন তাঁরা। 

ঘরের মাঠে এত বড় রানের টার্গেট নিয়ে শুরুটা একেবারেই ভাল হয়নি দিল্লির। ১ রানে ফেরেন ডেভিড ওয়ার্নার। ১৬ রান করে ফেরেন পৃথ্বী শ। দিল্লিকে লড়াইয়ে ফেরান অজি ব্যাটসম্যান জেক ফ্রেজার ম্যাকগার্ক। ১৮ বলে ৬৫ রান করেন তিনি। ২২ বলে ৪২ রান করলেন অভিষেক পোড়েল। শেষ দিকে ৩৫ বলে ৪৪ রান করেন অধিনায়ক ঋষভ পন্থ। কিন্তু পেসার নটরাজন শেষ ওভারে ৩ উইকেট তুলে নেন। নীতিশ কুমার রেড্ডির শেষ ওভারের প্রথম বলেই ফেরেন ঋষভ পন্থও। শেষ হয়ে যায় দিল্লির ইনিংস।

SRH

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও