আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হায়দরাবাদ(SRH) এবং বেঙ্গালুরু(RCB)। শুরুটা ভাল হলেও পরপর দুটি ম্যাচে হেরে কিছুটা ব্যকফুটে হায়দরাবাদ। প্রথম চার থেকে নেমে হায়দরাবাদ(SRH) এখন ৬ নম্বর স্থানে। অন্যদিকে, টুর্নামেন্টের শুরুটা তেমন না হলেও ধীরে ধীরে নিজেদের জাত চেনাচ্ছে বেঙ্গালুরুর(RCB) ক্রিকেটাররা।
রয়্যাল শিবিরে বর্তমানে খুশির হাওয়া। রানে ফিরেছেন বিরাট কোহলি(Virat Kohli), গ্লেন ম্যাক্সওয়েলরা(Glenn Maxwell)। বোলারদের সাম্প্রতিক পারফরম্যান্সও যথেষ্ট আশাপ্রদ। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, হায়দরাবাদ(SRH) এবং বেঙ্গালুরু(RCB) দুটি দলেরই ম্যাচ জেতার ক্ষমতা থাকলেও তুল্যমূল্য বিচারে এগিয়ে বেঙ্গালুরু(RCB)। তবে একথাও ঠিক যে, এই হায়দরাবাদের বিরুদ্ধেই আইপিএলের(IPL 2022) ইতিহাসে সর্বনিম্ন রান করেন বিরাট কোহলিরা(Virat Kohli)।
আরও পড়ুন- IPL 2022 Rajasthan Win : যশস্বীর ব্যাটে পাঞ্জাব জয় রাজস্থানের, আর মসৃণ প্লে-অফের রাস্তা
অন্যদিকে, দিল্লি ম্যাচে সানরাইজার্সের প্রাক্তন সতীর্থ ডেভিড ওয়ার্নারের(David Warner) একার বিধ্বংসী ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন থেকে দূরে চলে যায় হায়দরাবাদ। ৫৮ বলে দুর্ধর্ষ অপরাজিত ৯২ রানের সুবাদে ওয়ার্নার ছাপিয়ে যান ক্রিস গেইলকে।
দিল্লি ম্যাচে শোচনীয় ব্যাটিং বিপর্যয়ের পর এখন ঘুরে দাঁড়ানোই একমাত্র লক্ষ্য কেন উইলিয়ামসনদের(Kane Williamson)।