বিবাদ গৌতম গম্ভীর ও শ্রীসন্থের মধ্যে। এবার এই বিষয়ে মুখ খুললেন শ্রীসন্থের স্ত্রী ভুবনেশ্বরী। এবার তিনি প্রশ্ন তুললেন গৌতম গম্ভীরের পরিবার ও তাঁর শিক্ষা নিয়ে।
সম্প্রতি কেকেআরের মেন্টর তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের বিরুদ্ধে বড় অভিযোগ এনেছেন শ্রীসন্থ । গম্ভীরকে 'ঝগড়াটে' বলে কটাক্ষ করেন তিনি । তাঁর এই মন্তব্যের পর থেকে তোলপাড় সোশ্যাল মিডিয়া ।
এরপরেই এক্স হ্যান্ডেলে নিজের একটি হাসি মুখের ছবি পোস্ট করেন গৌতম গম্ভীর । ছবিতে ভারতীয় দলের জার্সি পরে দেখা গেল গৌতিকে । ক্যাপশনে লিখলেন, 'যখন গোটা দুনিয়া দৃষ্টি আকর্ষণ করতে চায় তখন শুধু হাসো ।'
এই সমস্যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শ্রীসন্থের করা পোস্টে কমেন্ট করেন ভুবনেশ্বরী। লেখেন,'শ্রীসন্থের সঙ্গে ভারতের জার্সিতে এত দিন খেলা এক জন ক্রিকেটার এত নীচে নামতে পারে দেখে আমি অবাক।
আরও পড়ুন - টি-২০ বিশ্বকাপে কোহলিকে জোর করা হবে না, ভাবা হচ্ছে অন্য এক তরুণ ক্রিকেটারকে
এরপর তিনি আরও বলেন, 'যে পরিবার ও শিক্ষা সব থেকে গুরুত্বপূর্ণ। এই ধরনের কথা বুঝিয়ে দেয় কে কোন পরিবেশে বড় হয়েছে। আমি খুব অবাক হয়েছি।'