এবার গৌতম গম্ভীরকে সরাসরি আক্রমণ শ্রীসন্থের। ভারতের দুই বিশ্বকাপজয়ী তারকার লড়াই নেমে এল সোশ্যাল মিডিয়ায়। এর আগে শ্রীসন্থ জানান, গম্ভীর তাঁকে ফিক্সার বলেছেন। এবার গম্ভীরকে 'অসভ্য' বললেন শ্রীসন্থ। সরাসরি তাঁর পোস্টে গিয়ে কমেন্ট করলেন।
লেজেন্ডস লিগ ক্রিকেটে ইন্ডিয়া ক্যাপিটালস ও গুজরাত জায়ান্টসের ম্যাচে মুখোমুখি হন দুই তারকা। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন গৌতম গম্ভীর। সেই পোস্টে লম্বা কমেন্ট করেন শ্রীসন্থ। শ্রীসন্থ জানান, গম্ভীর এখন শুধু ক্রিকেটার নন। তিনি জনপ্রতিনিধি। গম্ভীর তাঁকে কেন ফিক্সার বলেন, তা নিয়েও প্রশ্ন করেন শ্রীসন্থ। লেখেন, গম্ভীর কি সুপ্রিম কোর্টেরও উপরে!
এরপরই গম্ভীরকে অসভ্য বলেন শ্রীসন্থ। ওই পোস্টে শ্রীসন্থ লেখেন, গম্ভীর খুবই অহঙ্কারী। তিনি কাউকে সম্মান দিতে পারেন না। আম্পায়ারকেও অশ্লীল কথা বলার অভিযোগ করেন শ্রীসন্থ।
আইপিএলে গড়াপেটার জন্য নির্বাসিত হন শ্রীসন্থ। পরে সুপ্রিম কোর্ট তাঁকে নির্দোষ বলে।