গৌতম গম্ভীরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবার বিপাকে শ্রীসন্থ। তাঁকে আইনি নোটিস পাঠাল লেজন্ডস লিগ কমিটি। গম্ভীরের সঙ্গে ঝামেলার সব পোস্ট প্রতিযোগিতা চলাকালীন মুছে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে শ্রীসন্থকে।
শ্রীসন্থের অভিযোগ, গম্ভীর তাঁকে ফিক্সার বলেছেন। সেই নিয়েই পোস্ট করেন শ্রীসন্থ। প্রতিযোগিতা কালীন তাঁর এই পোস্ট নিয়ম বিরুদ্ধ বলে জানিয়েছে কমিটি। শ্রীসন্থ পোস্ট মুছলে তাঁর কথা শোনা হবে বলে জানিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
মাঠে শ্রীসন্থ ও গম্ভীরের মধ্যে যে ঝামেলা হয়েছিল, তা নিয়ে রিপোর্টও জমা দেন আম্পায়াররা। শ্রীসন্থকে গম্ভীর যে ফিক্সার বলেছেন, তার কোনও উল্লেখ নেই। ম্যাচের পর ইনস্টাগ্রামে লাইভ করেন শ্রীসন্থ। তিনি অভিযোগ তোলেন, গম্ভীর তাঁকে বারবার ফিক্সার বলেছেন। অশ্লীল ভাষায় গালিগালাজও করেছেন।