উমরান মালিক (Umran Malik)। এবার আইপিএলে জম্মুর এই বোলারের গতিতে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। গুজরাট টাইটান্স (Gujarat Titans) ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার পর তিনি জানিয়েছেন, এখনও প্রত্যাশা মেটেনি তাঁর। প্রত্যেক ম্যাচে নিজের সেরাটা উজাড় করে দিয়ে দলকে জেতাতে চান উমরান।
উমরানের বলের গড় গতি ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার কাছাকাছি। স্বপ্ন আছে একদিন ১৫৫ কিলোমিটারের কাঁটা ছুয়ে যাবে তাঁর ডেলিভারি। আগুনে গতির সঙ্গে পরিমিত লাইন লেনথে সবার মন কেড়েছেন উমরান।তাঁর প্রশংসা করেছেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar) থেকে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) সহ অনেক তারকাই। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তাঁর অসাধারণ স্পেল ক্রিকেট প্রেমীদের নজর কেড়েছে। মাত্র ২৫ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নিয়েছেন উমরান। গাভাসকরের মতে, ভারতীয় বোলিং লাইন আপে নতুন দিশা দেখাতে পারেন এই পেসার।
আরও পড়ুন: শনিবারের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে ধুঁকতে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের
এখনও পর্যন্ত আইপিএলে ৮টি ম্যাচে ১৫টি উইকেট তুলে নিয়েছেন উমরান মালিক। সর্বাধিক উইকেট শিকারির তালিকায় তিন নম্বরে আছেন তিনি। এক নম্বরে আছেন রাজস্থান রয়্যালসের যুজভেন্দ্র চাহাল ও দুইয়ে দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব।