সাই কিশোরের দুর্ধর্ষ বোলিং। দলীপ ট্রফির ফাইনালে ওয়েস্ট জোনকে ৭৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন সাউথ জোন। ১৪তম ট্রফি জিতলেন হনুমা বিহারীরা।
প্রথম ইনিংসে ২১৩ রানের পর দ্বিতীয় ইনিংস ২৩০ রান করে সাউথ জোন। টার্গেট ছিল ২৯৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ৯৫ রান করেন অধিনায়ক প্রিয়াঙ্ক পাঞ্চাল। ৪৮ করেন সরফরাজ খান। পঞ্চম দিনের সকালে সাই কিশোরের দুর্ধর্ষ বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওয়েস্ট জোনের ব্যাটিং। দ্বিতীয় ইনিংসে ৪ টি করে উইকেট নেনে বাসুকি কৌশিক ও সাই কিশোর। ২২২ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট জোনের ইনিংস।
প্রথম ইনিংসে সাউথ জোনের অধিনায়ক হনুমা বিহারীর ব্যাটে আসে ৬৩ রানের ইনিংস আসে। জবাবে ব্যাট করতে নেমে ভেঙে পড়ে ওয়েস্ট জোনের ব্যাটিং। ৬৫ রান করেন পৃথ্বী শ। ৩০ রানের গণ্ডি পেরোতে পারেননি কোনও ব্যাটসম্যান। ১৪৬ রানে অলআউট হয়ে যায় টিম। সাউথ জোনের জয়ে ৭ উইকেট নেন বিদওয়াথ কাভেরাপ্পা।