ডারবানের রাস্তায় রিক্সাবিহারে ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব। সেই ছবি নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করল বিসিসিআই। আজ ডারবান থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের চ্যালেঞ্জ। তার আগে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্কামের সঙ্গে ছবি তুললেন সূর্য।
ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়ে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি খেলতে নামবে টিম ইন্ডিয়া। মাঠে নামার আগে সূর্যর গলায় রাজ কাপুরের বাণী। অর্থাৎ শো মাস্ট গো অন। তিনি জানিয়েছেন, আগামী বছর বিশ্বকাপের আগে সময় একটু কম আছে। তবে, আইপিএল থেকে তার ফায়দা তুলতে চান।
ঘরের মাঠে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ভারত। সেই আত্মবিশ্বাস নিয়েই রবিবার মাঠে নামবে টিম ইন্ডিয়া। সূর্যের দাবি, এবার সিংহ দেশে তাঁর ছেলেরা ফলের চাকা ঘোরাবেন। কারণ, এই একটি দেশ যেখানে এখনও কোনও সিরিজ জেতেনি টিম ইন্ডিয়া।