Ind Vs SA 1st ODI: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করল ভারতীয় দল (Team India)। ৩১ রানে ভারতকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। রসি ভ্যান ডার দুসেন এবং টেম্বা বাভুমার জোড়া শতরানে ভর করে কে এল রাহুলের দলকে হারাল দক্ষিণ আফ্রিকা। ডুসেন ৯৬ বলে ১২৯ অপরাজিত ইনিংস খেলেন। বামুমা ১৪৩ বলে ১১০ রান করে। দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ২৯৬ রান তোলে।।জবাবে ২৬৫ রানেই থেমে যায় ভারত।
আরও পড়ুন: 'ইগো সরিয়ে রেখে জুনিয়রদের নেতৃত্বে খেলা উচিত বিরাট কোহলির', জানালেন কপিল দেব
মূলত টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতাতেই হারতে হল ভারতকে। শিখর ধাওয়ান (Shikhar Dhawan) বহুদিন পর টিমে ফিরে ৭৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন। বিরাট কোহলি করেন ৫১। টপ অর্ডারে আর কেউই তেমন রান পাননি। তবে পিচে যে জুজু ছিল না, তা স্পষ্ট, কারণ শেষের দিকে চালিয়ে খেলে শার্দুল ঠাকুর করেন ৪৩ বলে অপরাজিত ৫০।
আরও পড়ুন: দুরন্ত লাল-হলুদ! নতুন কোচের হাত ধরে বছরের প্রথম জয় ইস্টবেঙ্গলের
টেস্ট সিরিজ জিতে শুরু করেছিল টিম ইন্ডিয়া। যদিও শেষ অবধি ১-২ ফলে সিরিজ হারতে হয়েছে তাদের। ওডিআই সিরিজে তাদের শুরুটাই হল হার দিয়ে।