ভারতীয় দলের নতুন কোচ কে হবেন? তা নিয়ে জোর জল্পনা চলছে। বোর্ডের পছন্দের তালিকায় এগিয়ে রয়েছেন গৌতম গম্ভীর। এই তালিকায় রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামও? অন্তত এমনই জল্পনা তৈরি হয়েছে মহারাজের একটি টুইট দেখে।
কী টুইট করেছেন সৌরভ ?
বৃহস্পতিবার সকালে একটি টুইট করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। লেখেন, 'কোচ যে কোনও কারও জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কোচের পরামর্শ এবং অক্লান্ত পরিশ্রম মাঠ এবং মাঠের বাইরের যে কোনও মানুষের ভবিষ্যৎ তৈরি হয়। তাই কোচ এবং প্রতিষ্ঠান দুটোই খুব ভাবনা চিন্তা করে বেছে নিন।'
তবে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই পোস্টে সৌরভ কোথাও ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা কোন ব্যক্তির নাম নেননি। কিন্তু ভারতীয় দল কোচ খুঁজছে, এই সময় সৌরভের এহেন পোস্ট যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে বিভিন্ন মহল।