কেমন হবে ভারতের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ ? দেশের প্রাক্তন অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন, ক্রিকেট দুনিয়াকে সেরা বিশ্বকাপ উপহার দেবে ভারত। বৃহস্পতিবার কলকাতায় সৌরভ জানিয়েছেন, আগামী ৪৫ দিন ভারতের মাটিতে বিশ্বকাপে বুঁদ হয়ে থাকবেন সবাই।
বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। এদিনও রোহিত শর্মাদের প্রশংসা করেন তিনি। সৌরভ জানান, গত কয়েক বছরে দুর্দান্ত ক্রিকেট খেলছেন ভারতীয় ক্রিকেটাররা। তিনি আশা করেন, এই বিশ্বকাপেও তাঁদের ফর্ম একইরকম থাকবে।
পাঁচই অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। প্রথম ম্যাচে আমেদাবাদে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। চার বছর আগে ইংল্যান্ডের মাটিতে এই দুই দলই ফাইনালে খেলেছিল। বিশ্বকাপে ভারতের অভিযান ৮ অক্টোবর। চেন্নাইয়ে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।