এবার ঘরের মাঠে বিশ্বকাপ জিততে পারে ভারত। বিরাট কোহলি, রোহিত শর্মাদের পাশে দাঁড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শেষবার ঘরের মাঠেই বিশ্বকাপ জেতে ভারত।
২০১৩ সালে শেষবার আইসিসি ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। মহেন্দ্র সিং ধোনির অবসরের পর আর কোনও ট্রফি আসেনি ঘরে। সৌরভ বলেন, "ভারতকে ভাল ব্যাটিং করতে হবে। ব্যাট ভাল করতে বিশ্বকাপ জেতা সম্ভব।" আইসিসি ট্রফি নিয়েও মুখ খুলেছেন মহারাজ। তিনি জানান, কখনও ভাল সময় আসবে। কখনও সময়ের ব্যবধান থাকবে।
এশিয়া কাপ থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। সৌরভের দাবি, "বিশ্বকাপ সম্পূর্ণ অন্য ধাচের টুর্নামেন্ট। এশিয়া কাপও তাই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজ আলাদা রকমের। ভারত খুবই শক্তিশালী দল। কিন্তু বিশ্বকাপে নিজেদের দক্ষতার পরিচয় দিতে হবে।"