হার্দিক পান্ডিয়ার প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়। গুজরাত টাইটান্সকে গত আইপিএলে চ্যাম্পিয়ন করেছেন। সেটাই আন্তর্জাতিক ক্রিকেটে হার্দিকের কামব্যাক। এরপর দেশকে নেতৃত্ব দিয়েছেন। একের পর এক সাফল্য পেয়েছেন। সৌরভ মনে করেন, ভারতীয় টেস্ট দলে সুযোগ পাওয়া উচিত হার্দিকের।
বর্তমানে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর পদে আছেন সৌরভ। গুজরাতের অধিনায়ক হার্দিকের প্রশংসা করে সৌরভ বলেন, "T20 ক্রিকেটে স্পেশালিস্ট বলা হয়। কিন্তু আমার মনে হয়, হার্দিক টেস্ট ক্রিকেটের জন্য দলের সম্পদ হতে পারেন। টেস্ট ক্রিকেটে ওরও এগিয়ে আসা উচিত। ওয়ানডে ও T20 ক্রিকেটে ও স্পেশালিস্ট। হার্দিক খুবই স্পেশাল ক্রিকেটার।"
হার্দিক পান্ডিয়া সম্প্রতি টিম ইন্ডিয়াকেও নেতৃত্ব দিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপেও তাঁর ব্যাটে এসেছে বড় রান। অলরাউন্ড পারফরম্যান্স করে দেশকে সাফল্য এনে দিয়েছেন। দেশের পরবর্তী অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে তাঁকে।