রবিবার আইপিএলে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। দুই টিমের দায়িত্বে সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার ওয়াংখেড়েতে অনুশীলনের সময় দেখা হয়ে গেল দুই প্রাক্তন তারকার। একই ফ্রেমে সচিন ও সৌরভকে দেখে আবেগে ভাসছেন ক্রিকেট অনুরাগীরা।
এই মরশুমে শুরুটা ভাল হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। অধিনায়ক হার্দিক এখনও পর্যন্ত জয় এনে দিতে পারেননি। দলের মেন্টর সচিন তেন্ডুলকর। এদিকে গত ম্যাচে ঋষভ পন্থের দারুণ পারফরম্যান্সের পরেও কেকেআরের বিরুদ্ধে হারতে হয় দিল্লি ক্যাপিটালসকে। টিমের পারফরম্যান্সে খুশি নন কোচ রিকি পন্টিং। দলের ডিরেক্টর পদে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
রবিবার ম্যাচের আগে পয়েন্ট টেবিলের একদম শেষে রয়েছে দুই দল। ৯ নম্বরে দিল্লি ক্যাপিটালস। ১০ নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।