IPL at Eden Today : বৃষ্টি থামলেই ম্যাচ শুরু হবে ইডেনে, জানালেন সৌরভ

Updated : May 24, 2022 15:31
|
Editorji News Desk

বৃষ্টি (Rain) থামলেই ম্যাচ হবে। ইডেনের (Eedn) দর্শকদের এই আশ্বাস ভারতীয় ক্রিকেট বোর্ডের (Bcci) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। তিনি জানিয়েছেন, বিশ্ব যত ক্রিকেট মাঠ রয়েছে, তাদের মধ্যে সেরা নিকাশি ব্যবস্থা রয়েছে ইডেনের। তাই বৃষ্টি নিয়ে খুব একটা চিন্তা করার কারণ নেই বলেও দাবি করেছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ। গত কয়েকদিন ধরেই ইডেন ঘুরে সব কিছু দেখেছেন তিনি। দফায় দফায় বৈঠক করেছেন সিএবি (Cab) প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার (Abhishek Dalmiya) সঙ্গে। কিন্তু আলিপুরের হাওয়া অফিসের (Alipore Weather Office) পূর্বাভাস, আজ বিকেলের দিকে ঝড়ো হওয়ার (Wind) সঙ্গে মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে কলকাতা (Kolkata)-সহ পাশের জেলাগুলিতে। যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সৌরভের দাবি, ভারি বৃষ্টি হলে হয়তো কিছু করার থাকবে না। তবে ম্যাচ করার জন্য় তৈরি ইডেন।

কী হতে পারে যদি বৃষ্টিতে ভেসে যায় আইপিএলে গুজরাত বনাম রাজস্থান ম্যাচের ফল। আইপিএলের নিয়ম বলছে, সন্ধ্যে সাড়ে সাতটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত ম্যাচের সময়। এই সময়ের মধ্যে যদি নাগাড়ে বৃষ্টি চলে, তার জন্য আরও পনেরো মিনিট অতিরিক্ত সময় দেখা হবে। যদিও ওই সময়ের মধ্যে বৃষ্টি থামে, তা-হলে কমপক্ষে পাঁচ ওভার আর তা না হলে সুপারওভারে খেলার নিস্পত্তি হবে। এরপরে যদি বৃষ্টি অব্যাহত থাকে। সেক্ষেত্রে পয়েন্টে নিরিক্ষে আইপিএল ফাইনালে উঠবে গুজরাত। আর রাজস্থানকে অপেক্ষা করতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য। এই একই নিয়ম বজায় থাকবে বুধবার এলিমিনেটরের জন্য।

সপ্তাহের দ্বিতীয় দিনে ইডেনে ম্যাচ। কোনও ঝুঁকি নিতে নারাজ পুলিশ। দুপুর থেকেই ইডেন সংলগ্ন একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বসানো হয়েছে জ্যামার। ইতিমধ্যেই পূর্ব ও মেট্রো রেল জানিয়েছে, ম্যাচের দিন তারা রাত পর্যন্ত পরিষেবা চালু রাখবে। সব মিলিয়ে ইডেন তৈরি।

kolkataSourav GangulyIPL 15BCCIrainEden Gardens

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও