আশা করেন বিসিসিআই এই সমস্যার দ্রুত সমাধান করবে। সিডনিতে ভারতীয় ক্রিকেটারদের নিম্নমানের খাবার দেওয়ার প্রসঙ্গে বক্তা প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায়। বুধবার শহরের এক অনুষ্ঠানে সৌরভ জানিয়েছেন, এই ঘটনা প্রথম নয়, এর আগেও সিডনিতে একাধিকবার ভারতীয়দের এই রকম হেনস্থার শিকার হতে হয়েছে। তবে বিশ্বকাপের মঞ্চে এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মহারাজ। আস্থা দেখিয়েছেন বিসিসিআইয়ের উপরে। সৌরভ জানিয়েছেন, ইতিমধ্যেই বিসিসিআই এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। তাঁর দাবি, আইসিসিও বিষয়টি উপর ভবিষ্যতে নজর রাখবে।
মঙ্গলবারই তিনি ঘোষণা করেছিলেন ফের ফুটবল প্রশাসনে ফিরছেন। বুধবার তিনি জানালেন কাতারে বিশ্বকাপ দেখতে যাওয়ার কথা। সৌরভের মতে, মেসি-রোনাল্ডোর এটাই বিশ্বকাপ হতে চলেছে। তাঁদের খেলা দেখতেই কাতার যাওয়া। কারণ, আধুনিক ফুটবলে মেসি-রোনাল্ডোর অবদান অনেক বলেই দাবি করেছেন মহারাজ। আগামী ২৯ অক্টোবর আইএসএলের কলকাতা ডার্বি। ওইদিন সল্টলেকে খেলা দেখতে যাবেন সৌরভ। তবে এবারও বিশ্বকাপে তাঁর বাজি ব্রাজিল।
ফুটবলের পাশাপাশি ক্রিকেট নিয়ে কথা বলতে গিয়ে মহারাজ জানিয়েছেন, রোহিতকে দ্রুত রানে ফিরতে হবে। কারণ অধিনায়কের ব্য়াটের উপরেই ভারতের সবকিছু নির্ভর করছে। সৌরভের আশা এই বিশ্বকাপেই রানে ফিরবেন হিটম্য়ান।