দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারের ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি। এই সিদ্ধান্তে দুই ক্রিকেটারের পাশে দাঁড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জানালেন, টেস্ট খেলে ফ্রেশ হয়ে আবার ওরা পারফর্ম করতে পারবেন।
সৌরভ বলেন, "আমার মনে হয়, এবার বিশ্বকাপে দুজনেই দারুণ পারফরম্যান্স করেছেন। আবার ওরা ফিরবে। ওদের বিরতি নেওয়ার সিদ্ধান্ত একেবারে সঠিক। অনেক ক্রিকেট খেলেছে। আমি তো ভাবতেই পারি না, বিশ্বকাপ ফাইনালের ৩ দিন পর একই দলের সঙ্গে আবার T20 সিরিজ।"
কলকাতার একটি অনুষ্ঠানে মহারাজ জানিয়েছেন, "এই বিশ্বকাপে কোনও ক্রিকেটারের নিজেকে মেলে ধরা কঠিন ছিল। এখন সারা বছরই ক্রিকেট। আমি খুশি যে ওরা বিরতি নিয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরে সাদা বলের ক্রিকেটে খেলবে না। টেস্ট ক্রিকেটে ফ্রেশ হয়ে ফিরবে। এরপর ইংল্যান্ডে ৫টি টেস্ট ম্যাচ আছে। এরপর আইপিএল ও T20 বিশ্বকাপ। ননস্টপ ক্রিকেট। আশা করব, ফিরে এসে ফের ওরা পারফর্ম করবে।"