বুমরা আউট। মহম্মদ সিরাজ ইন। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের বুমরার বদলির কথা ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। পিঠের চোটের কারণে ইতিমধ্য়েই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন বুমরা। তবে, সিরাজ ঘরের মাঠে সিরিজ খেললেও, অস্ট্রেলিয়ার টিকিট পাবেন কীনা, তা এখনও স্পষ্ট নয়।
ইতিমধ্য়ে বিশ্বকাপের যে দল ঘোষণা করা হয়েছে, তাতে রিজার্ভ রাখা হয়েছে মহম্মদ শামি এবং দীপক চাহারকে। এরমধ্যে শামি আবার অসুস্থ। এখনও তাঁর করোনা সারেনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে অসাধারণ বল করেছেন চাহার। তাই, সিরাজের ভবিষ্যৎ কী, তা অপেক্ষা করছে শামির ফিটনেসের উপরেই।
পিঠের চোটে কাবু যশপ্রীত বুমরা। সেই চোট ছোট নয়, বেশ মারাত্মক বলেই দাবি করেছে বিসিসিআই। তা-হলে প্রশ্ন হচ্ছে কীসের ভিত্তিতে গত কয়েকদিন আগে এনসিএ থেকে তাঁকে ফিট সার্টিফিকেট দেওয়া হল ? উত্তর নেই বোর্ডের কাছে। ফলে জাডেজার পর বুমরা, দুই তারকা ছাড়াই বিশ্বকাপে নামবে ভারত।