রবিবার বিশ্বকাপ খেলতে নামবে ভারত। প্রতিপক্ষ পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সেই ম্যাচে কি মাঠে নামবেন শুভমন গিল (Shubnam Gill)? এই প্রশ্নই ঘুরছে সকলের মনে। আশার আলো দেখছিলেন অনেকেই। কারণ কোচ রাহুল জনিয়েছিলেন, শুভমনকে মাঠে নামানোর জন্য তিনি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে প্রস্তুত।এবার সেই আশায় জল ঢাললেন বোর্ডের এক কর্তা। তিনি জানিয়ে দিলেন, একেবারেই খেলার মতো অবস্থায় নেই শুভমন। এমনকি প্রথম দুটি ম্যাচে তাঁকে পাওয়ার কোনও সম্ভবনাই নেই।
আরও পড়ুন - একশোয়ে ১০০ ! চিনের মাটিতে এশিয়ান গেমসে ভারতের ইতিহাস, শুভেচ্ছা মোদীর
সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, ডেঙ্গি আক্রান্ত শুভমন রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারবেনই না, এমনকি আফগানিস্তানের বিরুদ্ধে ১১ অক্টোবরও তাঁকে মাঠে পাওয়ার সম্ভাবনা কম। তবে, বোর্ডের পক্ষ থেকে সরকারি ভাবে এখনও শুভমন সম্পর্কে কিছুই জানানো হয়নি।