শুভমন বিক্রমে আমেদাবাদে রানের পাহাড়ে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ২০ ওভারে ভারতের স্কোর চার উইকেট ২৩৪ রান। এরমধ্যে ৬৩ বলে ১২৬ রান করে অপরাজিত শুভমন গিল। ৭টি ছয় এবং ১২টি বাউন্ডারি দিয়ে সাজানো এই ইনিংস। একদিনের সিরিজে ডবল সেঞ্চুরির পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবার টি-টোয়েন্টি ম্যাচেও শতরান করলেন শুভমন।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। পৃথ্বী শ নন, আস্থা দেখানো হয় ইশান কিষাণের উপরেও। কিন্তু এই ম্যাচেও ব্যর্থ ইশান। এরপর রাহুল ত্রিপাঠীকে নিয়ে ভিত শক্ত করেন শুভমন। তার মধ্যে ৪৪ রান করে আউট রাহুল ত্রিপাঠী।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খুব দ্রুতই আউট হয়ে যান দলের সহ-অধিনায়ক সূর্য কুমার যাদব। এরপর অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গে ফের বড় রানের পার্টনারশিপ তৈরি করেন গিল। সিরিজের শেষ ম্যাচে ভারতের রান ২০০ পেরিয়ে যান স্রেফ শুভমনের শতরানের সৌজন্যে।