লুসাইলকে হারিয়ে দিল আমেদাবাদ। আইপিএলের ইতিহাসে এক দীর্ঘ ফাইনালের সমাপ্তি হল রাত আড়াইটের পরে। তাতেও ৭৫ হাজার দর্শকের উপস্থিতিতে পঞ্চমবার ফাইনাল জিতল চেন্নাই সুপার কিংস। জাডেজা ম্যাজিকে ধোনিদের ঝুলি ভরল বিশ কোটি টাকায়। রানার্স হয়ে গুজরাতের প্রাপ্তি হল সাড়ে বারো কোটি টাকা। ফাইনালে ৩৯ রান করে টুর্নামেন্ট থেকে মোট ৪০ লক্ষ টাকা আয় করলেন শুভমন গিল। কমলা টুপি জেতার পাশাপাশি শুভমনে মুকুটে উঠল টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হওয়ার পালক। ২৮ উইকেট নিয়ে বেগুনি টুপি শামির মাথায়। সেরা উদীয়মান যশস্বী জয়সওয়াল। আর সেরা ক্যাচ রশিদ খানে। যুগ্মভাবে সেরা স্টেডিয়াম হল ইডেন গার্ডেন্স এবং ওয়াংখেড়ে।
এক মরশুমে শুভমন করেছেন ৮৯০ রান। এরমধ্যে তিনটি শতরান রয়েছে। মুম্বইয়ের বিরুদ্ধে তাঁর ১২৯ রান, এই টুর্নামেন্টের কোনও শতরানকারীর সর্বাধিক রান। উদীয়মান যশস্বীর রান ১৪ ম্যাচে ৬২৫। ১৭ ম্যাচে ২৮ উইকেট নিয়ে সেরা মহম্মদ শামি। এরমধ্যে তাঁর বেশি উইকেট পওয়ার প্লে ওভারে। ১০ লক্ষ টাকা পেয়েছেন বাংলার এই পেসার।
এছাড়া পুরস্কার তালিকায় রয়েছেন আরসিবির গ্লেন ম্যাক্সওয়েল এবং ফাপ ডুপ্লেসি। ফেয়ার প্লে ট্রফি পেয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি।