ধর্মশালা টেস্টেও দাপট ভারতের। ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারাল টিম ইন্ডিয়া। বাজবল টেকনিক সম্পূর্ণ ব্যর্থ বেন স্টোকস ব্রিগেডের। ম্যাচের সেরা হয়েছেন কুলদীপ যাদব। ধর্মশালা টেস্টে ইংল্য়ান্ডের ব্যাটার জনি বেয়ারস্টোর সঙ্গে উত্তপ্ত কথোপকথন শুভমান গিলের।
শুভমান গিল ও বেয়ারস্টোর কথোপকথনের সঙ্গে জড়িয়ে পড়লেন সরফরাজ খান ও ধ্রুব জুরেলও। সেঞ্চুরির পর অ্যান্ডারসনকে মাঠে কটাক্ষ করেন শুভমান গিল। জানান, অ্যান্ডারসনকে করা শুভমানের একটি মন্তব্য নিয়ে শুভমান গিলকে খোঁচা দেন বেয়ারস্টো। শুভমান পাল্টা জানান, তিনি এই সিরিজে কটা সেঞ্চুরি করেছেন। সরফরাজ পাল্টা বেয়ারস্টোকে খোঁচা দেন, "কিছু রান পেয়েছ, পেয়ে বেশি উড়ছে।"