স্বস্তির মধ্যে অস্বস্তি। স্বস্তি প্রথম ম্যাচ থেকেই নাইটদের নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। অস্বস্তি মাঠে নেমেও তাঁকে মানতে হবে তিনটি বিশেষ শর্ত। কারণ, এই তিন শর্তেই তাঁকে আইপিএল খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে। বোর্ডের তরফে জানানো হয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসক এই তিনটি পরামর্শ দিয়েছেন শ্রেয়স আইয়ারকে।
পিঠের চোটে দীর্ঘদিন ধরেই কাবু ভারতীয় এই ক্রিকেটার। গত দু বছরে কোনও সিরিজই তিনি পুরো খেলতে পারেননি। যার ব্যতিক্রম হয়নি সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সিরিজেও। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পরামর্শেই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়েছিলেন শ্রেয়স।
বোর্ডের তরফে জানানো হয়েছে ব্যাট করার সময় শ্রেয়সকে তিনটি ব্যাপার মাথায় রাখতে বলা হয়েছে। যার মধ্যে রয়েছে ব্যাট করার সময় শটপিচ বলে নিজের ব্যালান্স কন্ট্রোল করার বিষয়টি।
বিশেষজ্ঞরা চিকিৎসকদের দাবি, এই তিনটি শর্ত মাথায় রাখতে পারলে আইপিএলে চোটমুক্ত হয়ে মাঠে থাকতে পারেন শ্রেয়স। ২২ তারিখ থেকে শুরু হচ্ছে এই বছরের আইপিএল। ২৩ তারিখ প্রথম ম্যাচে মাঠে নামবে কলকাতা।