সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা। তিন তারকা বর্তমানে টিমের বাইরে। আফগানিস্তানের বিরুদ্ধে T20 সিরিজে দলে জায়গা পেয়েই বিধ্বংসী ইনিংস যশস্বী ও শিবম দুবের। টানা দুটি ম্যাচে একা টিমকে জেতালেন শিবম। ম্যাচের পর জানালেন, T20 তো এমনই। অধিনায়ক নিশ্চই তাঁর পারফরম্যান্সে খুশি।
এদিন শেষ ওভারে বড় রান দিয়ে ফেলেছিলেন। আফশোস ছিল শিবমের। টানা তিনটি ছয় মারলেন। টিমকে ১৬ ওভারের আগে জিতিয়ে শিবম জানান, তিনি স্কিল নিয়ে কাজ করেছেন। গত ম্যাচেও ভাল খেলেছেন। এই ম্যাচে বোলিং ভাল হয়নি শিকার করে নিয়েছেন শিবম। তবে প্রশংসা করলেন যশস্বীরও। তিনি জানান, যশস্বী খুবই ভাল খেলেছেন। তাঁরা মাঠে নিজেদের টার্গেট দিয়েছিলেন। যাতে তাড়াতাড়ি ম্যাচ শেষ করে ফিরতে পারেন।
এদিন নবির ওভারে পরপর তিনটি ছয় মারেন শিবম। মাত্র ২২ বলে নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি। যশস্বীর সঙ্গে ৪২ বলে ৯২ রানের পার্টনারশিপ করেন শিবম দুবে।