গোড়ালির চোট নিয়েও বিশ্বকাপে আগুন ঝড়িয়েছেন বাংলার জোরে বোলার মহম্মদ শামি। এবার সেই গোড়ালির চোটের জেরেই শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে শামির (MD Shami)।
জানা গিয়েছে, গোটা বিশ্বকাপেই গোড়ালির অস্বস্তি নিয়ে মাঠে নেমেছিলেন শামি। কিন্তু কোনও রকম ভাবেই নিজের যন্ত্রণাকে তখন গুরুত্ব দেননি তিনি। দেশের জন্য নিজের সেরাটা দিয়েছিলেন। তবে, শেষ পর্যন্ত সেই ব্যথার জেরেই প্রোটিয়ারদের বিরুদ্ধে শামিকে পাওয়া যাবে কি না তা নিয়ে তৈরি হয়েছে সন্দেহ।
আরও পড়ুন - নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট, অদ্ভুত আউট হয়ে নজির গড়লেন মুসফিকর রহিম
যদিও শামির চোট কতটা গুরুতর সেই ব্যাপারে এখনও কোনও তথ্য দেয়নি বোর্ড। তবে, জানা যাচ্ছে চোটের কারণে আপাতত দক্ষিণ আফ্রিকার সফর থেকে তাঁর বাদ পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে, কিছুটা আশার আলো রয়ে গিয়েছে। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনও কিছুটা সময় বাকি।