সময়টা ভাল যাচ্ছে না। পর পর চারটি ম্যাচ (ICC ODI World Cup 2023) হেরেছে বাংলাদেশ। এর মধ্যেই সতীর্থদের ভারতে রেখে দেশে ফিরলেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। বুধবার সকালেই মুম্বই থেকে ঢাকার বিমান ধরেছেন তিনি। তিন দিনের জন্য দেশে ফিরে গিয়েছেন তিনি।
বিশ্বকাপ ফাইনালের দিকে এগোনোর রাস্তাটা ক্রমেই কঠিন হচ্ছে। সেই কারণেই হত শাকিবের দেশে ফেরা। এদিন দেশে পৌঁছেই তাঁকে দেখা গিয়েছে মিরপুর স্টেডিয়ামে। সেখানে বেশ কিছুক্ষণ ইন্ডোরে নিজের কোচ নাজমুল আবেদিনের কাছে অনুশীলন করেন তিনি।
আরও পড়ুন - বিরাট যেন কাতারের মেসি, ইংল্যান্ড ম্যাচের আগে দাবি ভনের
বিশ্বকাপের মতো এত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার মাঝে শাকিবের দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। আগামী ২৭ অক্টোবর ইডেনে খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। অনেকেই মনে করছেন, কোথায় ভুল হচ্ছে তা বুঝে নিতেই দেশে ফিরেছেন শাকিব।