বিশ্বকাপ ক্রিকেটে টাইমড আউট নিয়ে জোর চর্চা চলছে। অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিরুদ্ধে এই আউট কল করেছিলেন বাংলাদেশের স্কিপার সাকিব-আল হাসান। এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন স্বয়ং বাংলাদেশি ওই ক্রিকেটার। আগেও এনিয়ে মুখ খুলেছিলেন তিনি। জানিয়েছিলেন, 'দলকে জেতানোর জন্য আগামী দিনেও এমন সিদ্ধান্ত নেব'।
খেলা শেষে সাংবাদিক বৈঠকে টাইমড আউট নিয়ে প্রশ্ন করা হয়। প্রশ্নের জবাবে সাকিব বলেন, ওই আউট কল করার জন্য তাঁর কোনও দুঃখ নেই। বরং বিশ্বকাপ ক্রিকেটের নিয়ম মেনেই তিনি আউটের দাবি করেছিলেন বলে যুক্তি খাড়া করেছেন।
মাঠে নামার পর প্রায় ৩ মিনিট অতিক্রান্ত হলেও উইকেটে ছিলেন না ম্যাথিউজ। আসলে হেলমেটের জটেই এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, ঠিক সময়েই মাঠে এসেছিলেন ম্যাথাউজ। কিন্তু নিজের বদলের অন্যের হেলমেট নিয়ে মাঠে নেমেছিলেন। ম্যাচের বয়স তখন ২৫ ওভার। ডাগ আউটের দিকে হেলমেট বদলের ইঙ্গিতও করেছিলেন। কিন্তু তার মাঝেই বাংলাদেশের অধিনায়ক শাকিব-আল-হাসান আবেদন করেন। এবং তাতে সাড়া দেন আম্পায়রা।