হরমনপ্রীতের (Harmanpreet Kaur) শাস্তি মহিলা ক্রিকেটের ইতিহাসে বিরল ঘটনা। নির্বাসিত ভারত অধিনায়কের সমালোচনা করে এই দাবি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির (Shahid Afridhi)।
পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলকে তিনি জানিয়েছেন, ক্রিকেটে এই ধরণের আচরণ বাড়ছে। তবে মহিলা ক্রিকেটে এই ঘটনা বিরল। আইসিসি পরিচালিত সিরিজে এই ঘটনা আরও বিরল বলে দাবি আফ্রিদির।
তাঁর মতে, আরও কড়া শাস্তি হতে পারত হরমনপ্রীতের। যদিও পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের এই মন্তব্যকে আমলই দিচ্ছে না বিসিসিআই।
আরও পড়ুন : বাংলাদেশের বিরুদ্ধে স্ট্যাম্প ভাঙার শাস্তি, নির্বাসিত হরমনপ্রীত কৌর
সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে স্টাম্প ভাঙার অভিযোগ প্রথমে সতর্ক করা হয়েছিল হরমনপ্রীতকে। এরপর তাঁকে দুটি ম্যাচে নির্বাসিত করেছে আইসিসি। এই নির্বাসনের ফলে এশিয়ান গেমসের দুটি ম্যাচ খেলতে পারবেন না তিনি। কোয়ার্টার ফাইনাল থেকেই এশিয়ান গেমসে অভিযান শুরু করবে ভারত।