এশিয়া কাপের (Asia Cup 2023) প্রথম ম্যাচে নেমেছিল ভারত (Team India)। আর আতঙ্কের নাম শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)। আফ্রিদির পেস আক্রমণে রীতিমতো আতঙ্কে ভারতীয় ব্যাটসম্যানরা। মেঘলা আকাশে কোনওটা ইনসুইং, কোনওটা আউটসুইং। তাঁর বলে বোল্ড হয়ে ফেরেন রোহিত। বিরাট তো বাইরের বল টেনে আউট হলেন। ১০ ওভারে ৩৫ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন শাহিন আফ্রিদি। কার উইকেট তাঁর কাছে সেরা! ম্যাচের পর জানালেন নিজেই।
আফ্রিদি জানান, নতুন বলে পরিকল্পনা কাজে লেগেছে। ভারতের উইকেট ফেলে দিতে পেরেছি। বিরাট, রোহিত দুটি উইকেটই ভাল। তবে রোহিতের উইকেটে তাঁর নিজের বোলিংয়ে খুশি। অকপটে জানালেন শাহিন আফ্রিদি। মেঘলা আবহাওয়াকে কাজে লাগিয়ে পর্যাপ্ত সুইং পেয়েছেন পাক বোলাররা। আফ্রিদি জানান, ক্যান্ডির ওই আবহাওয়া কাজে লেগেছে।
আরও পড়ুন: বৃষ্টিতে ভেস্তে গেল এশিয়া কাপের হাইভোল্টেজ লড়াই, সুপার ফোরে পাকিস্তান
পাক টিমে সতীর্থ নাসিমেরও প্রশংসা করেন শাহিন আফ্রিদি। এই ম্যাচে প্রায় ১৫০ কিলোমিটার বেগে বল করেছেন নাসিম। তার প্রশংসা করলেন অসমাপ্ত ম্যাচের নায়ক আফ্রিদি।