বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জিতেছে পাকিস্তান। এর মধ্যেই সুখবর এল বাবরদের জন্য। ব্যাটিংয়ের পর এবার আইসিসির র্যাঙ্কিংয়ে (latest ICC rankings) বোলিংয়েও এক নম্বরে পাকিস্তান। সৌজন্যে শাহিন আফ্রিদি (Shaheen Afridi )। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকারও শীর্ষে রয়েছেন শাহিন।
মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জিতে সাত ধাপ এগিয়ে গিয়েছেন পাক বোলার শাহিন আফ্রিদি। এতদিন অস্ট্রেলিয়ার বোলার জশ হেজলউড ছিলেন এক নম্বরে। মঙ্গলবার তাঁর সিংহাসন ছিনিয়ে নিয়েছেন আফ্রিদি।
আরও পড়ুন - ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে তিন উইকেট, একদিনের ক্রিকেটে কী নজির গড়লেন শাহিন ?
ইডেনে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে উইকেট নিয়ে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার তালিকায়ও ঢুকে পড়েছেন শাহিন।