আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই ভারতের মাটিতে শুরু হতে চলেছে ক্রিকেটের মহাযুদ্ধ। ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ICC ক্রিকেট বিশ্বকাপ ( ICC World Cup 2023) । ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। শুরু হয়েছে জোড় প্রচার। দেশের বিশ্বকাপে মিলে গেল খেলা আর বিনোদনের দুনিয়া। ICC এর বিশ্বকাপের প্রচারে দেখা গেল বলিউড বাদশাহ শাহরুখ খানকে (Shah Rukh Khan) ।
বিশ্বকাপের ক্যাচলাইন রাখা হয়েছে ‘ইট টেক্স ওয়ান ডে’। শাহরুখ ছাড়াও প্রচারে দেখা যাবে শুভমন গিল, প্রাক্তন ক্রিকেটার জেপি ডুমিনি, দীনেশ কার্তিক সহ প্রমুখরা। ইতিমধ্যেই ভিডিয়ো প্রকাশ করে প্রচারের ঝলক শেয়ার করেছে আইসিসি। দশর্কদের আবেগের নয়টি দফাও রাখা হয়েছে বিশ্বকাপের থিমে।
উল্লেখ্য, ২৬ জুন আইসিসি বিশ্বকাপ ট্রফিটি লঞ্চ হয় । পৃথিবী থেকে এক লক্ষ ২০ হাজার ফিট উপরে স্ট্র্যাটোস্ফিয়ারে ট্রফিটিকে লঞ্চ করা হয় । সেই ট্রফিটি আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এসে নামে । এখন বিশ্ব সফরে রয়েছে ওয়ার্ল্ড কাপ ট্রফিটি । মোট ১৮ টি দেশ ভ্রমণ করবে ট্রফিটি ।