IPL 2025 : মেগা নিলাম চান না শাহরুখ খান, বৈঠকে বচসায় গড়ালেন কিং?

Updated : Aug 01, 2024 16:24
|
Editorji News Desk

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬টা বছর পেরিয়ে গিয়েছে। এবার ১৭ তম বর্ষের আগে মেগা নিলামের পালা। ২০২৫ সালের আইপিএলের মেগা নিলামের আগে বুধবার  আইপিএলের সমস্ত ফ্রাঞ্চাইজি মালিকদের সঙ্গে বৈঠকের আয়োজন করেছিল বোর্ড৷ সবার নজর ছিল এই বৈঠকের দিকে। কিন্তু এই বৈঠক শেষে পঞ্জাব কিংসের সহ-কর্ণধারের সঙ্গে তুমুল বচসায় জড়ালেন শাহরুখ। 

কী হয়েছিল?

বুধবার রাতে মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে আইপিএলের মালিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বোর্ড কর্তারা। ক্রিকবাজের একটি রিপোর্ট অনুযায়ী, ওই বৈঠকে বাদানুবাদে জড়িয়ে পড়েন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান এবং পঞ্জাব কিংসের কর্ণধার নেস ওয়াদিয়া। যদিও ওই বাদানুবাদের কথা অস্বীকার করেছেন ওয়াদিয়া। 

আসলে, শাহরুখ খান আইপিএলের এই মেগা নিলাম তুলে দেওয়ার ব্যাপারে সরব হন। তিনি ক্রিকেটার ধরে রাখা পক্ষেই সওয়াল করেন। তা মানতে রাজি হননি ওয়াদিয়া। পঞ্জাব কিংসের সহ-কর্ণধার চেয়েছিলেন, প্লেয়ার রিটেনশনে কতজন প্লেয়ার ধরে রাখা যাবে তা সম্পূর্ণ সংশোধন করতে। কারণ ওয়াদিয়া মনে করেন প্রতিটি দলের উচিত খুব কম প্লেয়ার ধরে রাখা। 

অন্যদিকে, এই বৈঠকে উপস্থিত দিল্লি ক্যাপিটালসের সহ-কর্ণধার পার্থ জিন্দল ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের বিরোধিতা করেছেন। সানরাইজার্স হায়দ্রাবাদের মালকিন কাব্য মারান একপ্রকার শাহরুখের সঙ্গে সহমত পোষণ করেন। তাঁর কথায়, অন্তত সাতজন প্লেয়ারকে প্রত্যেক দলের রিটেন করে রাখা উচিত। কারণ তাঁর মতে, একটা দল তৈরি করতে অনেক সময় লাগে। 

IPL

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও