India vs Australia: সিডনি টেস্টে বাদ রোহিত শর্মা? গম্ভীরের মন্তব্য ঘিরে জল্পনা

Updated : Jan 02, 2025 14:54
|
Editorji News Desk

বক্সিং ডে টেস্টে হার। সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। শুক্রবার থেকে শুরু হচ্ছে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। সিডনিতে প্রথম একাদশ কী হবে! এই টেস্টে দলে থাকছেন না আকাশদীপ সিং। পিঠের সমস্যায় বাদ পড়েছেন তিনি। প্রথম একাদশ কী হবে, তা এখনই জানাতে চাইছেন না গৌতম গম্ভীর। পিচ ও পরিস্থিতি দেখেই দল নির্বাচন করতে চাইছেন হেড কোচ। 

বর্ডার-গাভাসকর ট্রফিতে পার্থের প্রথম টেস্টে জয় পায় টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ায় শুরু থেকেই দুরন্ত পারফরম্যান্স করছেন আকাশদীপ। জসপ্রীত বুমরার পাশাপাশি আকাশদীপের বোলিং সামলাতে গিয়ে বেশ চাপে পড়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। সেই আকাশদীপের শেষ টেস্টে না থাকা ভারতীয় দলের জন্য বড় দুঃসংবাদ।  
  
এদিকে পার্থ টেস্টের সময় পারিবারিক কারণে ছিলেন না অধিনায়ক রোহিত শর্মা। দলকে নেতৃত্ব দেন জসপ্রীত বুমরা। বুমরার নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে দুরন্ত পারফরম্যান্স করে টিম ইন্ডিয়া। রোহিত ফিরে দ্বিতীয় টেস্ট থেকে দলের দায়িত্ব নেন। অ্য়াডিলেডে ১০ উইকেটে জেতে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে তৃতীয় টেস্ট ড্র হয়। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিতলেই এগিয়ে যেতে পারত টিম ইন্ডিয়া। কিন্তু ১৮৪ রানে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেন কামিন্স ব্রিগেড। এবার সিডনিতে শুরু পঞ্চম টেস্ট। রোহিতদের যে কোনও মূল্যে এই টেস্ট জিততেই হবে। তবেই সিরিজ ড্র হবে। না হলে দীর্ঘদিন পর এই ট্রফিতে হেরে ফিরতে হবে টিম ইন্ডিয়াকে।

শেষ টেস্টে কি রোহিতই অধিনায়ক থাকবেন! নাকি দায়িত্ব নেবেন জসপ্রীত বুমরা। তা নিয়েও জল্পনা থেকে গিয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে হেড কোচ গৌতম গম্ভীরের পাশে রোহিত শর্মার একটি চেয়ার রাখা ছিল। কিন্তু দেখা যায়নি রোহিতকে। গম্ভীর জানান,রোহিত ঠিকই আছে। তবে গম্ভীর সাফ জানিয়ে দেন, সিডনির পিচ দেখেই প্রথম একাদশ সিদ্ধান্ত নেওয়া হবে। রোহিতকে নিয়ে প্রশ্ন হলেও তার কোনও সরাসরি উত্তর দেননি গম্ভীর। তাই জল্পনা, সিরিজের শেষ টেস্টে নতুন অধিনায়ক বুমরাকে দায়িত্ব দিতে পারেন হেড কোচ গম্ভীর।

TEAM INDIA

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও