ইডেন গার্ডেন্সেও (Eden Gardens) এবার কোভিডের (Covid 19 থাবা। রঞ্জি ট্রফি শুরু হওয়ার আগে কোভিডে আক্রান্ত বাংলা টিমের (Bangla Team) মোট সাত জন। আক্রান্ত হলেন দলের সহকারী কোচ সৌরাশিস লাহিড়ি। আক্রান্ত ক্রিকেটার অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়, কাজি জুনেইদ সইফি, গীত পুরী, প্রদীপ্ত প্রামাণিক ও সুজিত যাদব। আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে। সিএবির (CAB) সব ধরনের স্থানীয় টুর্নামেন্টও বন্ধ করে দেওয়া হয়েছে।
কোভিড পরিস্থিতিতে বাংলা টিমের প্রশিক্ষণ বন্ধ করে দেওয়া হয়েছে। রঞ্জি ট্রফির (Ranji Trophy) আগে কিছু প্র্যাকটিস ম্যাচ খেলার কথা ছিল টিমের। তাও স্থগিত করে দেওয়া হয়েছে। সিএবির সচিব দেবব্রত দাস জানান, রাজ্যের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে টিমের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের কোভিড পরীক্ষা করানো হয়।
আরও পড়ুন: কোভিডে আক্রান্ত লিওনেল মেসি, আক্রান্ত পিএসজির আরও তিন ফুটবলার
একটি বিবৃতি দিয়ে সিএবির সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান, এই পরিস্থিতিতে সতর্কতা ও পদক্ষেপ করবে সিএবি।