মঙ্গলবার আইপিএলে ম্যাচের পর চর্চায় নীতিশ কুমার রেড্ডি। কে এই উঠতি তারকা! ট্রেভিস হেড, অভিষেক শর্মা, আইডেন মারক্রম, হেনরিখ ক্লাসেনের মতো ক্রিকেটার যখন আউট হয়ে ফিরে যান, সেই সময় বড় ইনিংস আসে তাঁর ব্যাটে। ম্যাচ জিতিয়ে ফেরেন নীতিশ। আত্মবিশ্বাস ছিল, তাই এই পারফরম্যান্স। ম্যাচের পর জানালেন অন্ধ্রের এই ক্রিকেটার।
ছোট থেকেই বিরাট কোহলিকে আদর্শ মানেন নীতিশ। অন্ধ্রপ্রদেশে ঘরোয়া ক্রিকেটে টপ অর্ডারে খেলেন। বিজয় মার্চেন্ট ট্রফিতে ইতিহাস তৈরি করেন তিনি। ১২৩৭ রান করেন ওই টুর্নামেন্টে। গড় ১৭১.৪১। রঞ্জি ট্রফিতে গত মরশুমে ৩৫০-এর বেশি রান করেন তিনি।
মঙ্গলবার ৩৭ বলে ৬৪ রান করেন নীতিশ রেড্ডি। জয়ের পর নীতিশ জানান, দলের জন্য অবদান রাখতে পেরেছেন, এটাই তাঁর কাছে ভাল বিষয়। নিজের উপর বিশ্বাস রাখার দাম পেয়েছেন বলেও জানিয়েছেন তিনি। দলের হয়ে এভাবেই খেলে যেতে চান, বলে জানিয়েছেন তিনি।