দীর্ঘ ২৪ বছর পর অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দল (Austria National Cricket Team) পাকিস্তানের মাটিতে (Pakistan) টেস্ট খেলতে এসেছে। শুক্রবার টেস্টের প্রথম দিনেই পেশোয়ারে (Peshawar blast) ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গেল অন্তত ৩০ জনের।
পেশোয়ারের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৭৫। যেখানে টেস্ট হচ্ছে সেখান থেকে এই জায়গাটির দূরত্ব ২০০ কিলোমিটার৷ বিস্ফোরণের ফলে অজি ক্রিকেটারদের নিরাপত্তা আরও বাড়ানো হতে পারে।
আরও পড়ুন:Women's ODI World Cup: শেষ ওভারে থ্রিলারে কিউয়িদের হারিয়ে দিল ক্যারিবিয়ান মেয়েরা
২০০৯ সালে লাহোরে পাকিস্তান সফররত শ্রীলঙ্ক দলের উপর জঙ্গি হামলা হয়। তারপর এক দশকেরও বেশি সময় কোনও বিদেশি দল পাকিস্তানে যায়নি।
পেশোয়ারের বিস্ফোরণ সরাসরি ভাবে অজি টিমের উপর কোনও প্রভাব ফেলবে না৷ তবে নিরাপত্তা অনেক জোরদার করা হবে।