এবার আইপিএলে চেন্নাই যে শহরে গিয়েছে, সেই শহরেই গ্যালারিতে ভিড় জমিয়েছে হলুদ ব্রিগেড। মাহিকে শেষবার দেখার অপেক্ষায় গায়ে হলুদ জার্সি। পিছনে লেখা সাত। আইপিএল ফাইনালও ব্যতিক্রম নয়। আহমেদাবাদে বিকেল থেকেই স্টেডিয়ামের বিভিন্ন গেটে হলুদ জার্সির ভিড়। স্টেডিয়ামে বৃষ্টি নামলেও, আরও একবার মহেন্দ্র সিং ধোনির হাতে আইপিএল ট্রফি দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
জল্পনা ছড়িয়েছিল এই আইপিএলই মহেন্দ্র সিংহ ধোনির শেষ ম্যাচ হতে পারে।কিন্তু কিছুদিন আগে মাহি জানিয়ে দিয়েছেন, এটা নিয়ে এখনই ভাবছেন না তিনি। নিলাম আগামী ডিসেম্বরে। ভাবার সময় আছে আরও। কিন্তু ২২ গজে প্রিয় ক্রিকেটারকে শেষ বারের মত চাক্ষুষ দেখতে আইপিএল ফাইনালেও স্টেডিয়ামে ভিড় করেছেন সমর্থকরা।
এদিন বিকেল থেকেই স্টেডিয়ামের বাইরে থেকে হলুদ জার্সি গায়ে দলে দলে সমর্থকরা স্টেডিয়ামে প্রবেশ করেন। স্টেডিয়ামে অবশ্য গুজরাতের সমর্থকরাও পৌঁছেছেন। তবে, হলুদ ব্রিগেডের মধ্যে খুব কমই নজরে পড়ছে নীল জার্সি পরা গুজরাত সমর্থকদের।