আইপিএল ফাইনালের আগে কেকেআর-কে কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার স্কট স্টাইরিস। জানালেন, শুভমান গিলকে ছাড়াই ভুল কেকেআরের। এই সিদ্ধান্তকে আইপিএল ইতিহাসের সবথেকে বড় ভুল বলেও চিহ্নিত করেন তিনি।
এবার টুর্নামেন্টে প্লে-অফে কোয়ালিফাই করতে পারেনি কেকেআর। রিঙ্কু সিং বেশ কিছু ম্যাচে নজর কেড়েছেন। এই বছর আইপিএলে এখনও পর্যন্ত ৮৫১ রান করে ফেলেছেন শুভমান গিল। এবার টুর্নামেন্টে ঠিকঠাক ওপেনিং জুটি বেছে নিতে পারেনি কলকাতা। ২০২২ নিলামের আগে গিলকে ছেড়ে দেয় কেকেআর। তাঁকে কিনে লাভবান হয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাত।
স্টাইরিস বলেন, তিনি এখনও বিশ্বাস করেন, শুভমানকে কেকেআরের ছেড়ে দেওয়া সবথেকে বড় ভুল। কে এল রাহুলকে ছেড়ে দেওয়া আরসিবির ভুল ছিল। যদিও রাহুলের বয়স হয়ে গিয়েছে। কিন্তু শুভমানের ক্ষেত্রে বিষয়টা সেটা নয়, মনে করছেন স্টাইরিস।
স্টাইরিস মনে করছেন, শুধু গুজরাত টাইটান্স নয়, ওয়ান ডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠবেন তিনি। এবার আইপিএলে এখনও পর্যন্ত ৩টি সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। অরেঞ্জ ক্যাপও নিশ্চিত করে ফেলেছেন।