'গতির রাজা' যশপ্রীত বুমরার মতো বোলিং স্টাইল। স্কুল ড্রেস পরে বুমরার মতো বল করে তাক লাগিয়েছে বেঙ্গালুরুর এক স্কুল পড়ুয়া। যে ভিডিয়ো মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কে এই নয়া বুমরা?
জানা গিয়েছে, মেয়েদের ক্রিকেটের এই নতুন বুমরার নাম মায়রা জৈন। সে পড়ে দিল্লি পাবলিক স্কুলে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, স্কুল ড্রেস পরা ওই ছোট মেয়েটি এক্কেবারে যশপ্রীত বুমরার মতো বোলিং করছেন। তাঁর বোলিং অ্যাকশন থেকে শুরু করে, বল রিলিজের ধরন সবেতেই বুমরার ছাপ দেখতে পাচ্ছেন নেটিজনরা।
বোলিং ছাড়াও ব্যাটিং করতেও দেখা গিয়েছে ওই স্কুল পড়ুয়াকে। যে ভিডিয়ো মনে ধরেছে সকলের। বন্যা বয়ে গিয়েছে লাইক এবং কমেন্টের। কেউ আবার লিখেছেন, 'ফিমেল ভার্সন অফ বুমরা।'