ইংল্যান্ডের বিরুদ্ধে এখনও বাকি দুটি টেস্ট। তার মধ্যেই এবার সরফরাজ খানকে নিয়ে শুরু হয়ে গেল দড়ি টানাটানি। আর কয়েকদিন পরেই শুরু হতে পারে এই মরশুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আর তাতে সরফরাজকে পেতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স।
এই মরশুমে অকশনে অবিক্রিত ছিলেন মুম্বইয়ের এই ব্যাটার। প্রাথমিক ভাবে তাঁকে নিয়ে কেউ আগ্রহ দেখায়নি। কিন্তু রাজকোট পরবর্তী সময়ে ডান-হাতি এই ব্যাটারকে দলে পেতে একযোগে ঝাঁপিয়েছে কলকাতা-চেন্নাই এবং বেঙ্গালুরু।
২০১৭ সালে আইপিএলে আরসিবির হয়ে আত্মপ্রকাশ হয়েছিল মুম্বইয়ের এই ক্রিকেটারের। তারপর কার্যত হারিয়ে গিয়েছিলেন। রণজি ট্রফিতে তাঁর ব্যাটে রানের বন্যা বইয়ে। এবার রাজকোটে স্বপ্নের অভিষেক ভারতীয় এই ব্যাটারের।