সরফরাজ খান। ঘরোয়া ক্রিকেটে রান উপচে পড়ে তাঁর ব্যাট থেকে। তবুও ২৬ বছর বয়সী মুম্বাইয়ের এই ক্রিকেটার জাতীয় টিমে জায়গা পাননি। বৃহস্পতিবার ইংল্যান্ডের এ টিমের বিরুদ্ধে আরও একবার ঝলসে উঠল তাঁর ব্যাট। লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬১ রান করলেন সরফরাজ খান।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি সিরিজের টেস্ট ম্যাচ শুরু হয়েছে। প্রথম দুটি টেস্টে থাকছেন না বিরাট কোহলি। কিন্তু ভারতীয় টিমে জায়গা পাননি তিনি। বরং বিরাটের বিকল্প হিসেবে দলে জায়গা পেয়েছেন রজত পাতিদার। কিন্তু তাতেও বিন্দুমাত্রও দমেননি সরফরাজ। বরং আরও ঝলসে উঠলেন তিনি।
আরও পড়ুন - টেস্ট ক্রিকেটে নজির গড়লেন অশ্বিন ও জাদেজা, ভাঙলেন কুম্বলে ও হরভজনের রেকর্ড
আহমেদাবাদে ইংল্যান্ডের-এ টিমের বিরুদ্ধে মাঠে নেমেছে ভারতীয় এ টিম। সেই দলেই সুযোগ পেয়েছেন সরফরাজ। মাত্র ৮৯ বলেই সেঞ্চুরি করেছেন তিনি। খেলা শেষ করেন ১৬১ রানে।